এইযে বিশাল আনন্দ আয়োজন,
তার মাঝে এই আছি আমি,
হঠাৎ দেখবে তুমি, আমি নেই-----
কোন এক নিভৃত ক্ষণে, কিংবা নিস্তব্ধ গোপনে,
হারিয়ে গিয়েছি আমি দূর সীমানায়।
তখন কি তোমার চোখের কোণায়
একটু ব্যথার কাজল জমবে না?
ব্যথায় হবেনা নীল হৃদয়ের কোণ?
আমি কি ছিলাম না তোমার আপন?
এই আমি চিরদিন নাও বেয়ে উজানের পথে,
যখনই পেলাম পথ, হঠাৎ এই সময়ের রথে
দিল ফুটো করে, আর তাই এই উৎসবের রাতে,
মগ্ন যখন সবে আপন আলয়ে,নিঃশব্দচারীর মত
আমি আজ ফিরে চলে যাই।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৩ দুপুর ১২:০১