মাত্র ৩ ওভার বোলিং করেছিলো, কত কথা! হ্যা ক্যাপ্টেন সাকিবের মন খারাপ থাকতেই পারে।
একজন অভিজ্ঞ ও শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে সাকিবের এবার সুযোগ ছিলো কলকাতার ক্যাপ্টেন হবার।
তবে আমাদের বিজ্ঞ (!)
বোর্ড তাদের হীংসাক্তকমূলক আচরণ দেখাতে কার্পণ্য করেনি। ক্ষমতা সাথে ভাব বলে কথা!
যে কোনো খেলোয়াড় নিশ্চয়ই আইপিএলের মতন লীগে ক্যাপ্টেন হতেই চাইবেন কেননা এটা নিশ্চিত সম্মানের। বাংলাদেশ থেকে আগামীতে কে কবে আবার ক্যাপ্টেন হবার সুযোগ পাবেন, সেই সম্ভাবনাটা একেবারেই কম। কেননা ভারত তাদের দেমাগ দেখাবে এটা নিশ্চিত। এমনকি আগামীতে বাংলাদেশের খেলোয়াড়দের আদৌ ডাকে কিনা, আমি সন্দিহান। ভারত আবার অর্থের জোরে বিশ্ব ক্রিকেটের মোড়ল কিনা।ভারত আগামীতে ডাকুক আর নাই ডাকুক। তাতে মূলত কিছুই আসবে যাবে না যদি আমাদের বিপিএলকে আইপিএলের সমপর্যায়ে তুলে আনতে পারতো। তবে আমাদের ভাবের বোর্ড সেটা পারবে কি?
উতরটি হচ্ছে না। কারণ ভাব দিয়ে কাজ করে বেশিদূর এগুনো যায় না।
আজকে দলের প্রয়োজনের সময় ৯৪ বলে ৮৭ রানের চকচকে ঝকঝকে ইনিংসটাই বলে দেয়,
সাকিব একজনই। হ্যা শতক হলে সুন্দর হতো।
শুনলাম আমাদের বিজ্ঞ(!) বোর্ড সাকিবকে ক্ষতিপূরণ হিসেবে অর্থ দেবার সিদ্ধান্ত নিয়েছে।
মানে টাকা দিয়ে সমাধানের পথে।
স্পষ্টতই মনে করি সাকিবের উচিত হবে সম্মানের সাথে বোর্ডের এমন প্রস্তাবকে প্রত্যাখান করা।
জাস্ট ড্যু ইট সাকিব এণ্ড গো এহেড।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১৭