শিরদাঁড়াটায় সমস্যা ভারি,তাইতো খুলেই রাখা
মুখটাও রোজ জ্বালাচ্ছে খুব,তাইতো মুখোশে ঢাকা।
ব্রেইন সেলগুলো বড়ই অলস,রেখেই এসেছি ঘরে
বাড়িতে ফিরেই শিরেতে চড়াবো, খেতাব জেতার পরে।
অনুভূতিগুলো হারিয়েছে সব, স্নায়ুগুলো বায়ু দোষে
কলতলাতেই মেঝেতে ছড়ানো,পরে নোবো মেজে ঘষে।
প্রতিবাদী ভাষা বিপ্লবী মন, গোপন লকারে রাখা
পোড়া মোমবাতি কলম ডায়েরী,ঘরেই রয়েছে ঢাকা।
মান হুঁশগুলো হ্যাঙ্গারে ঝোলানো, শুকোতে দিয়েছি ধুয়ে
কলার উঁচিয়ে পরে নোবো ঠিক, নতজানু হয়ে নুয়ে।
ঘুনপোকাগুলো ছোঁয়না যাদের সংক্রমনের ভয়ে
বিভূষণ-খ্যাতি-অর্থ-দম্ভ, মৃত্যু চিতায় শুয়ে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২৩ রাত ৮:০৮