যদি অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।
তবে জগতের সমগ্র বেদনাকে দূরে ঠেলে
এই ধলেশ্বরী, সুরমার তীর জুড়ে হত আমাদের প্রণয়ের ভিড়।
নীল কষ্টগুলো তখন হয়তো, কোমল নরম পাতায়
রোদের ঝিলিক দেখে, বেদনার সুরই যেত ভুলে
ঐ দুর আন্দামান সাগরের বুকে উড়ে চলা চিলও হয়তো
আমাদের প্রণয়ে মুগ্ধ হয়ে ডানা দিত মেলে।
আমি তখন সাত শত বসন্ত পার করে দিতাম
তোমার ঐ জোড়া ভ্রুর পানে অপলক তাকিয়ে ।
এক সহস্র শরৎ আমার সেতো কেবল বিলীন হতো
ও রূপসিনী তুমি কাশফুলের চেয়ে সুন্দরী, এ বন্দনা গেয়ে।
কল্পনার মেঘে ঢাকা তেরো আকাশের তারার মতো সময়
আমার পার হয়ে যেত তোমার চুলের ঘ্রাণের মোহে।
কোমল রোদের মত উষ্ণ সে অমর প্রেমের জীবন
তোমার আঁখি পানে চেয়ে কাটিয়ে দিতাম ভালোবাসা-বিরহে ।
যদি একটা অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।
তবে জগতের সমগ্র বেদনাকে দূরে ঠেলে
এই ধলেশ্বরী, সুরমার তীর জুড়ে হত আমাদের প্রণয়ের ভিড়।
বিলিয়ার রহমান
ঢাকা,
২৬ ফেব্রুয়ারি, ২০১৭ইং
ছবিঃ- ওয়াপন্যাচার ডটকম থেকে সংগ্রহ করা
আপডেটঃ- কবিতাটি পোস্ট করেছি এখনো ১৫ ঘন্টা হয়নি। তবে এর মধ্যেই এগারো জন ভাইকে পেয়েছি যাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়!
সবার প্রথমে কৃতজ্ঞতা জানাবো ভাই হৃদয় হোসেন রাজুর প্রতি! আমার কবিতা আপনি ছাববেন এতে আবার অনুমতি বা নাম দেয়ার কি প্রয়োজন তাই না হৃদয় ভাইয়া!
কবিতাটি পোস্ট করার জন্য ইনতানজিবল নাসির ভাইয়া আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি ! আপনিই বলুন এরকম একটা অকবিতায় আমার মতো আনকোরার নাম নাদিলে কি বা যায় আসে??
Md Farhan Mahmud Rony ভাইয়া, কিছু পরিমার্জন করে আমার কবিতাটির প্রথম স্টানজা পোস্ট করার আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি! তবে পরিমার্জন করতে গিয়ে তো ভুল করে ফেললেন দাদা! কবিতায় আমি দুটো নদীর নাম বলেছি যেখানে প্রণয়ের ভীর বাড়বে এমন কথাও বলেছি। কিন্তু আপনি নদীর পরিবর্তে সমুদ্রের কথা বলেছেন দাদা। কিন্তু সভ্যতাতো( প্রণয়ের ভীড় কথাটির সংক্ষিপ্ত ব্যাখ্যা) ( আর একটু সহজ করে বললে হবে এমন; প্রণয়ের ফলে আগত বংশধররা প্রণয়ে জড়িয়ে যাবে, ভীড় বাড়াবে, সভ্যতা গড়ে তুলবে) নদীর তীরেই হয়/গড়ে ওঠে। সাগরের তীরে তাতো সম্ভব নয় কারন শক্তিশালী সুনামি,ঝড় তখন আপনার অনন্ত সে জীবনকেই গায়েব করে দেবে। যেমন আপনি আমার কবিতা থেকে আমাকে গায়েব করে দিয়েছেন!
Suronjit Das ভাই আপনি আমাকে ঋণী করে গেলেন তা শোধকরবার নয়! মাত্র এক ঘন্টার মধ্যে আমার কবিতা সংগৃহীত!!!!( বিষয়টি জানানোর পর আমার নাম যোগ করেছেন)
সাজিব ভাই আপনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি! আমার নাম দেননি তাতে কি হয়েছে আমার কবিতার দুইলাইনতো পোস্ট করেছেন
কাওছার আহমেদ ভাই আপনাকেও ধন্যবাদ! আপনি বলেছেন লেখাটুকুর লেখককে আমি জানিনা! কি দরকার ছিলো এটুকু বলার! ( জানানোর পরে নাম দিয়েছেন)
সফিকুল ইসলাম ভাই আমার কবিতাটি বেশ জোড়ে শোরে প্রচার করার জন্য আপনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি! আমার নাম নাই তাতে কি? কবিতাতো আছে!!
জনাব দেলোয়ার হোসেন ভাই আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা! কি দরকার লেখার সাথে লেখকের নাম দেয়ার!
এক্সসেপশনাল রাতুল আপনাকেও কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি! চালিয়ে যান!! শত শত লেখক তাদের লেখা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছেন!
আরো বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হাফিজুর রহমান জুয়েল ভাইকে
নাঈম ইসলাম সোহাগ শেখ ভাই আপনার কাছেও কৃতজ্ঞ!! আমার কবিতা থেকে আমার নাম বাদ দিয়ে যে সম্মান আপনারা দেখিয়েছে তাতো ভোলার নয়!
উপরের আলোচিত ভাইদের একজনের সাথেও আমার ব্যাক্তিগত কোন যোগাযোগ নেই, ছিলনা! তবে আজ থেকে এরা আমার আত্মার বন্ধু কেননা আমার অন্তর আত্মা থেকে যে কবিতা বেড়োয় এনাদের তা ভালোলাগে। আর আমিও একারনে তাদের ভালোবাসি! কি আসে যায় তারা আমার কবিতায় আমার নাম না দিলে??????
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২