সিগারেট কি কেবল তামাক ভর্তি ১২০ মিমি লম্বা ও ১০ মিমি ব্যাসের একটা সিলিন্ডার। নাকি আরো বিশেষ কিছু??
অধিকাংশ পুরুষের চিন্তার খোরাক হল সিগারেট আবার একই সাথে অধিকাংশ বাঙালি রমনীর চিন্তার কারন । বলা হয়ে থাকে পুরুষ দুই ধরনের জীবিত ও বিবাহিত । এটা কি মূলত বিয়ের পরে বউয়ের সিগারেট নিয়ে করাকরির কারনেই বলা??
সিগারেট খান এবং বিয়ে করেছেন অথচ বউয়ের করাকরির আর অভিমানের সাগরে হাবুডুবু খাননি এমন হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। সিগারেট খান এবং প্রেম করছেন তবুও প্রেমিকার অভিমানী রাগ সামলাতে হয়নি এমন হওয়ার সম্ভাবনাও প্রায় শূন্য।
সিগারেট নিয়ে অনেক মনীষিই আনেক মজার কথা বলেছেন । তবে সবথেকে মজারটা বলেছেন সম্ভবত মার্ক
টোয়েন “সিগারেট ছেড়ে দেওয়া হল বিশ্বের সবথেকে সহজ কাজ কারন আমি এটা হাজার বার করেছি।”
সিগারেট নিয়ে মজার তথ্য হাজার খানেকের মতো এর মধ্য থেকে অল্প কয়েকটার কথাই বলা যাকঃ-
১. প্রাচীন ভারতীয় পৌরাণিক মতানুযায়ী, অনাহার থেকে মানুষদের রক্ষার জন্য পবিত্র আত্মা একজন নারীকে পৃথিবীর কাছে পাঠিয়ে ছিলেন । তিনি যেখানে তার ডান হাত স্পর্শ করে ছিলেন সেখানে হয়েছিল আলু আর যেখানে স্পর্শ করেছিলেন বাম হাত সেখানে হয়েছিল ভূট্টা। পরে তিনি পৃথিবীকে উর্বর করে বিশ্রাম নিয়ে ছিলেন। আর যেখানে তিনি বিশ্রাম নিয়েছিলেন সেখানেই হয়েছিল তামাক।
২. প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা যুদ্ধ উদ্দিপনার অংশ হিসেবে সিগারেটের চেয়েছিলেন । আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সিগারেট ছিল সৈনিকদের রেশনের অংশ ।
৩. .ইউরোপে তামাক প্রবর্তনের কৃতিত্ব ক্রিস্টোফার কলম্বাস এর সঙ্গী, ভিক্ষু রামন প্যান এর।
৪.মধ্য ষোড়শ শতাব্দীতে ইউরোপে তামাককে কিন্তু বিবেচনা করা হত সিফিলিস রোগের আরোগ্য কারী হিসেবে।
৫.সিগারেটে অতিরিক্ত গন্ধ আনার জন্য কি ব্যবহৃত হয় জানেন? প্রসাব থেকে প্রাপ্ত ইউরিয়া।
৬. ষোড়শ শতাব্দীর ইউরোপে তামাকের ধোয়াকে বলা হত "পবিত্র ধোঁয়া" এবং মনে করা হত এটা অসুস্থতা তাড়িয়ে দিয়ে মনকে প্রফুল্ল করতে সাহায্য করে।
৭ .রেনেসাঁ লেখক বেন জনসন যুক্তি দেখান যে, ধূমপান ছিল "শয়তান এর বাতকর্ম(ফার্ট )।
৮. .সিগারেট কিন্তু বিশ্বের বিশ্বের সবচেয়ে বানিজ্যিক আইটেম ।
৯. সিগারেটের প্রতি অমর ভালোবাসা দেখিয়ে গেছেন স্যার ওয়াল্টার রালেগ । 1618 তার শিরোচ্ছেদ করার সময়েও তিনি তার তামাকের পাইপ সাথে করে নিয়ে গিয়েছিলেন ।
১০. সিগারেট খাওয়া সম্পর্কে সব থেকে সুন্দর যুক্তিটা দিয়েছেন সম্ভবত ফরাসি নৃবিজ্ঞানী এবং মানবজাতিতত্ত্বজ্ঞ ক্লদ লেভি-স্ট্রস । তার মতে ধূমপান একসঙ্গে মানুষের পারস্পারিক সম্পর্ক জোরদার করে এবং প্রায়ই সামাজিক দীক্ষা হিসেবে কাজ করে।
১১. সিগারেট নিয়ে বলা হাতুড়ে লেখকের গল্পটাও বাদ থাকবে কেন??
একলোক ট্রেনের চেইন টেনে পড়িমড়ি করে ছুটলো বাহিরে। ব্যাপারখানা কি? কেউ ভেবে পেল না। ওই দিকে কিছুক্ষণ বাদেই ওই লোকটা ফিরলো। স্টেশন মাস্টারসহ সকলে লোকটাকে চেপে ধরে চেইন টানার কারন জানতে চাইলো। লোকটি বললো,
-সিগারেট খাওয়ার জন্য।
-সেতো ট্রেন থামলেই খেতে পারতেন?
-তা পারতাম কিন্তু জানালা দিয়ে হাত থেকে পড়ে যাওয়া সিগারেটের সুখটানটা কই পেতাম শুনি?
১২.সিগারেট নিয়ে সিপটিপিন ভাইয়ার জোকসটাও কিন্তু অসাধারন!
বিয়ের প্রথম রাতেই স্ত্রী তার স্বামীকে দেখল সিগারেট খেতে...
স্ত্রীঃ তুমি প্রতিদিন কয় প্যাকেট সিগারেট খাও?
স্বামীঃ এই এক প্যাকেট বেনসন।
স্ত্রীঃ এক প্যাকেটের দাম কত?
স্বামীঃ ২০০ টাঁকা।
স্ত্রীঃ মানে মাসে ৬০০০ টাঁকা। বছরে ৭২০০০ টাঁকা। কয় বছর থেকে খাও?
স্বামীঃ তা প্রায় ১০ বছর।
স্ত্রীঃ তার মানে ৭২০০০০ টাঁকা । আল্লাহ এই টাকা দিয়ে তো একটা টয়োটা গাড়ি কিনা যেত। হায় হায় এটা তুমি কি করলা???? এতদিনে আমাদের একটা টয়োটা গাড়ি থাকত । এই বলে স্ত্রী কান্নাকাটি শুরু করে দিল। একটু পর স্বামী চিন্তা করে বলল,
স্বামীঃ তুমি সিগারেট খাও?
স্ত্রীঃ ছি ছি ছি এইসব বাজে জিনিসের ধারে কাছেও আমি যাই না।
এইবার স্বামী বলল " তাইলে তোর টয়োটা গাড়ি কই হারামি ???
টানাটানির সংসারে সিগারেটের ভাগাভাগির ছবি দিয়েই পোস্টটা শেষ করলাম
বিদ্রঃ- প্রাকৃতিক উপাদানে তৈরি তাই সেবনের পূর্বে তামাকের বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিবেন।
ছবি সূত্রঃ- ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭