সে দিনের সেই তপ্ত দুপুরে
হরিৎ রঙা কৃষ্ণচূড়ার ছায়ায়
আবীর রাঙা ফুল হাতে লয়ে
আমি ছিলাম কান্তা তোমার অপেক্ষায়।
বাবুই পাখিরা উড়ছিল দল বেঁধে
দক্ষিণা বাতাসে পাখা নেড়ে নেড়ে।
ডালিয়া ,জবা আর চাঁপা ফুলে
মৌমাছিরা সব নাচছিল অদূরে।
তোমার জন্য এনেছিলাম ভেরেন্ডা ফুল
আমি নীল ভোমরা হব বলে।
এনেছিলাম লাল পদ্ম, হলুদ গাঁদা
গুজে দিতে তোমার ঘন কুন্তলে।
সেই সব কুসুমেরা তোমার স্পর্শে
সৌরভের শোভা ছড়ানোর আগে।
তোমার ক্লান্ত দেহ লুকিয়ে ছিলো
আলু থালু আর দূর্বার বাগে।
সেই থেকে ছেড়েছি কৃষ্ণচূড়ার ছায়া
উদভ্রান্ত হাটছি বিজন কান্তারে
হাজার রঙের প্রজাপতি ফরিঙের ভিড়ে
তোমায় খুঁজে ফিরেছি বেঘোরে ।
শ্রান্ত হৃদয়ে শীতল সমীর হয়ে
ফের কোন এক তপ্ত দুপুরে
কান্তা আমার শিউলি ফুল হয়ে
আসবে কী দেখতে তোমার ভোমরারে ?
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮