বিলিয়ার রহমান রিয়াজ
বাঁচার ইচ্ছা খুইয়েছি আমি ভুল ভুবনে হেঁটে
বাসন্তী হাওয়া বেরসিক তাই যায় না যে দাগ কেটে।
সোনালি রোদের কোকিলা গান বধূর সন্ধ্যা বাতি
সব কিছুই আজ ওলট পালট দুঃসহ সব স্মৃতি।
রাতের ধরার চাঁদ তারা তাই দিচ্ছে মোরে খোঁটা
আমায় নিয়ে টিটকারি তে বলছে এটা-ওটা।
দুঃসহ সব ব্যর্থতা মোর দানব হয়ে এসে
আত্মহত্যার ইচ্ছা টা মোর গেলো দিয়ে শেষে।
যে কারনে যাবো চলে দেবো আমি ফাঁকি
খুন হওয়ার সেই অজুহাতটাই রইলো তোলা বাকি।
কোনটা রেখে কোনটা বলি দেইবা কারে বাদ
যারা সবাই করেছে মোর জীবনটা বরবাদ।
প্রেয়সী মোরে পর করেছে থাকছে না মোর ঘরে
চাকরিটাও নেই যে আমার বছর দেড়েক ধরে।
প্রিয়জনরা একে একে এড়িয়ে চলছে যখন
আমি আর মোর আত্মাটার হত্যা চাইতো তখন।
হাজারটা মোর কারন যখন আত্মা কে খুন করার
বাঁচার জন্য একটি কারন চাইছি তাইতো আবার।
বাঁচবো আমি স্বপ্ন হতে নতুন শুরুর জন্য
ব্যর্থতা সব ঝেড়ে ফেলে করতে মোরে ধন্য।
বাঁচতে হবে সবার তরে রুখতে সকল জ্বরা
স্বপ্নের রংয়ে রাঙিয়ে দিয়ে গড়তে নতুন ধরা।
ঢাকা
২৫ আগস্ট ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩