ছোট ঘরে মিষ্টি শিশু, চাঁদ হয়ে যেন এসে।
আলোয় ঘর ভরিয়ে দিলো, ফোকলা মুখে হেসে।
ভাই, বোন, মা, বাবা বলে, শিশুটি যারেই ডাকে।
সেই তারে কোলে তুলে , চুমো মুখে আঁকে।
ছোট্ট শিশু হবে বড় , ভেবে তাহার মা।
মানিক ধন তার আগলে রাখে, সয়ে হাজার ঘা।
বাবু সোনা, বাবু রুপো , বাবু মানিক ধন।
হাজার নামে ডাকে সবাই, জিততে তাহার মন।
আরো একটা শিশু যখন একলা পথের পাশে।
কোন ঘর হয়নাকো আলো যখন সে হাসে।
ভাই, বোন ,মা ,বাবা বলে, শিশুটি যারেই ধরে।
ছাড়িয়ে হাত, সেই করে বেহাত , শাসায় বারে বারে।
কোনো মাই ভাবেনা , সে হবে একদিন বড়।
তার তরে কেউ সহেনা কিছু,আঘাত দেয় যে আরো।
সোনা রূপা যাই বলো, কোন নাম তার নাই।
সভ্য ধরায় তবু্ও তার নাম হয়েছে টোকাই।
ঢাকা
৫ আগস্ট
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৩