সম্পর্কে সীমারেখা থাকতে নেই-
নিঃসঙ্কোচ ভেঙে হৃদয়ের
যে শুদ্ধতম স্পন্দনে লজ্জ্বিত হওয়া যায়
দ্বৈত অবয়বে,
আত্মমগ্ন স্নায়ুবিক অস্তিত্বে,-
ওটাই অনন্তরঙ্গ অভিব্যক্তি
ওটাই প্রিয় হয়ে ওঠার পূর্বশর্ত।
স্পর্শে দ্বিধা থাকতে নেই-
প্রিয়তার সংসর্গে
হতবিহ্বল হতে পারা
সম্মোহিত হতে পারা
আশ্চর্য অনুভবে অতলস্পর্শী হতে পারা,-
ওটাই প্রেমঘোরের কুহেলিকা
ওটাই প্রিয়ময়তার পূর্বশর্ত।
সঙ্গমে বিভেদরেখা থাকতে নেই-
যে সৌন্দর্যে উষ্ণ হওয়া যায় অন্তরীক্ষে
আপন আলোর দীপাবলিতে
ঠিক জন্মলগ্নের মতো,-
এটাই নিষ্পাপ সভ্যতা,
এটাই সত্ত্বার গভীরে ফোঁটার পূর্বশর্ত।
এই চিত্রপট ঈশ্বরের আঁকা
এই চিত্রপট হৃদয়ে মায়ার স্ফুরণ কিংবা প্রণয়ের অপেক্ষামান সুঘ্রাণ।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৮