কবিদের আত্মবেদনাগুলোর
অন্ত্যমিল একই,
দীর্ঘঃশ্বাস কিংবা দহন।
কবিহৃদয়ের এই লেনদেনগুলো
দুঃখ, তাপ আর শোকে নির্যাতিত,
কবি এখানেই বেদনার্ত হতে চায়
অক্ষরে, শব্দে আর বিস্ময়বোধে........
নিখিল ভূবনে কবির অন্তরের প্রতিবিম্ব কী, কবির হৃদয়ের স্মৃতিচিহ্ণের বিপন্ন অস্তিত্বগুলো কেমন, কবির আত্মার প্রগাঢ় বন্ধন কখন ছিন্ন হয়ে যায়, কবির জীবনের প্রতিটি সত্ত্বা কখন বিন্দু বিন্দু উজ্জ্বল হয়ে ওঠে!!
কবির কি মুল্য আছে স্বপ্নে বা দুঃস্বপ্নে, স্থায়িত্বে বা বিপন্নতায়?
সৃষ্টির ভাবে-বৈভাবে কবি কখনো অতিজাগতিক, কখনো অতিপ্রাকৃত আবার কখনো কখনো অবিনশ্বর।
কবির দায়বদ্ধতা, কবির কালোত্তীর্ণ হওয়া আলোর দিব্যাক্ষরে অবতীর্ণ এক দেবশিশু, বহুবর্ণময়তায় মুগ্ধতার ব্যুহ ভেদ করে প্রশ্নহীন কবির ব্রতকথা, তাই কবি এক রহস্যময় ব্রহ্মস্বরূপ!!
আর এখানেই প্রোত্থিত কবিতার সব উত্তর।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৩