আমি যদি মূর্তি হতাম
মাটির কিংবা পাথরের,
আমি কোন প্রতিবাদ করতাম না
আমি কোন মিছিল করতাম না
আমি কারো মনে আঘাত করতাম না।
যেমন করিনি সুপ্রাচীনে
যেমন করছি না বর্তমানে
যেমন করবো না সম্মুখপানে।
আমি জড়, নিথর, আমি নিরব,
হয়তো এটাই আমার প্রতিবাদ।
তবুও দেখ,
প্রতিবাদ না করেও আমি
বদলে দিতে পারি
এক একটি সংস্কৃতি,
এক একটি সভ্যতা,
এক একটি মহাকাল।
এটাই আমার ক্ষমতা, এটাই চিরসত্য।
আমি যদি একটি মূর্তি হতাম, ঠিক
মানুষরূপী পশুর মতো...................
আমি জানি আমার কোন ক্ষমতা নেই, শুধু ধ্বংস ছাড়া।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:১৪