আমি আত্মমগ্ন হয়ে সবসুখ বিসর্জন দিতে পারিনি
দ্বিধাভুলে উন্মুক্ত হতে পারিনি নিবিড় বিনম্রতায়
লজ্জ্বিত হতে পারিনি
দ্বিখন্ডিত হতে পরিনি
হতবিহ্বল হতে পারিনি
জীবন খাতার প্রতিপাতায়।
আমি প্রিয়বিহনে দহন হতে পারিনি
নিঃসঙ্কোচে ভাঙতে পারিনি নিজেকে রক্তিম স্পন্দনে
অন্তরঙ্গ হতে পারিনি
সম্মোহিত হতে পারিনি
যুগল ঢেউয়ে ভাসতে পারিনি
বুকের অসংখ্যা গভীর দীর্ঘঃশ্বাসে।
আমি বেদনার্ত হয়ে পুড়তে পারিনি অন্তরীক্ষে
আশ্চর্য অনুভবে আর্তিময় হতে পারিনি সুখমন্থনে
সমর্পিত হতে পারিনি
মায়াবী স্পর্শ হতে পারিনি
প্রস্ফুটিত হতে পারিনি
বিস্ময়বোধে হৃদয়ের প্রতিটি অন্তঃসত্ত্বায়।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৮