স্বপ্নঘোরের কুহেলিকা জালে
ধরা পড়েছে ঘাইহরিণীর দল,
ধূমল বাতাসে উড়ে যায় হরিয়াল
হলুদ হয় প্রান্তরের ঘাস
স্বর ভাঙা পাখিদের কােরাসে।
শৃগালের রথে চড়ে যে পথ
মাড়িয়ে যায় বিদীর্ণ শামুক
সে পথের কােন ভবিষ্যৎ নেই,
সে পথে নিমফুলের বিষফোঁড়ায়
অট্টহাসি হাসে নন্দীভৃঙ্গীর দল।
হিজল বনের ধারে, শাপলা ঝিলের পাড়ে
ডাহুক ডাকা ভােরে...................
বি দ্রঃ কবিতাটি সম্পূর্ণ পোস্ট করা হয়নি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪