প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে শনিবার সিডনিতে মাইলস্টোন ছুঁলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ভারতের পঞ্চম ও বিশ্বের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন ধোনি৷ শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় , রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির পর ৫ম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক৷ ধোনির এমন মাইফলকেও ম্যাচে জিততে পারল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ম্যাচে কোহলিরা ৩৪ রানে হারল।
শনিবার মাইলস্টোনে পৌঁছতে ধোনির দরকার ছিল মাত্র এক রান৷ ভারত দ্রুত ৩ উইকেট হারানোয় ভারতীয় ইনিংসের চতুর্থ ওভারে ব্যাট হাতে মাঠে নামেন ধোনি৷ ষষ্ঠ ওভারে রিচার্ডসনের শেষ ডেলিভারি সামনের পায়ে ঠেলে দিয়ে মাইলস্টোনে পৌঁছান ধোনি৷ এতেই ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে যান তিনি। এদিন চতুর্থ উইকেটে রোহিতের সঙ্গে ১৩৭ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৫১ রানে আউট হন প্রাক্তন ভারত অধিনায়ক৷
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির পর ধোনিই ১০ হাজারি যাঁরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন৷ ধোনি ও বিরাট ছাড়া বাকি দশ হাজারি ১১ জন ব্যাটসম্যান ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন৷ এঁরা হলেন শচীন টেন্ডুলকার, কুমার সঙ্গাকারা, রিকি পন্টিং, সানৎ জয়সুরিয়া, মাহেলা জয়বর্ধনে, ইনজামাম উল-হক, জাক ক্যালিস, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ব্রায়ান লারা এবং তিলকরত্নে দিলশান।
চলতি বছর ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের পর সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন ধোনি৷ কিন্তু তার আগেই ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মুকুটে যোগ হল আরও একটি পালক৷ ডিসেম্বর, ২০০৪-এ ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ঝাড়খণ্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যানের৷
এখনও পর্যন্ত ৩৩৩টি ওয়ান ডে, ৯০টি টেস্ট এবং ৯৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ধোনি৷ ব্যাট হাতে ১৬টি সেঞ্চুরি-সহ ১৬ হাজার রান এবং উইকেটের পিছনে গ্লাভস হাতে ৮০০ উইকেটের বেশি শিকার রয়েছে তাঁর ঝুলিতে৷ নেতৃত্ব দিয়ে দেশকে উপহার দিয়েছেন দু-দু’টি বিশ্বকাপ৷ ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালে কপিল দেবের পর ভারতকে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ দেন তিনি।
সূত্র: বিডি স্পোর্টস নিউজ
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭