আমার বার্মিংহাম-নিবাসী এক বন্ধু ইউটিউবের এই ভিডিওটার লিঙ্ক পাঠিয়েছেন আজ। সিলেটের বন্যার জন্য দায়ী কে? ভিডিওটা দেখলাম। আপনারাও দেখতে পারেন, যারা যারা দেখেন নাই। এই ভদ্রলোকের নাম আমার ওই বন্ধুর মুখে অনেকবার শুনেছি, কিন্তু উনার কোন ভিডিও অদ্যাবধি দেখা হয় নাই, এটাই প্রথম।
ভদ্রলোকের যুক্তিগুলো আমার কাছে বেশ শক্তিশালী মনে হয়েছে। আমি কোন বন্যা বা পানি বিশেষজ্ঞ না। তবে ব্লগে যারা এই পর্যায়ের বা সর্ব-পর্যায়ের বিশেষজ্ঞ আছেন কিংবা লীগের পুচ্ছ-নাচানো সমর্থক, তারা চাইলে লজিক্যাল আলোচনা করতে পারেন; উনার বক্তব্যের পয়েন্ট ধরে ধরে। বক্তব্যে যদি কোন অতিরন্জিত বিষয় কিংবা অসত্য কোন তথ্য থাকে, সেটাও তুলে ধরতে পারেন……..খন্ডাতে পারেন।
আমার এই ভিডিওটা দেয়ার মূল উদ্দেশ্য হলো, বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জানা। সেইসাথে অন্যরা যারা আমার মতো বিশেষভাবে অজ্ঞ, তাদেরও জানাতে সাহায্য করা। অতিরিক্ত ব্যস্ততা থাকার জন্যই এই সংক্ষিপ্ত পোষ্ট। আমি হয়তো আলোচনাতে তেমন একটা অংশ গ্রহন করতে পারবো না, তবে সবার আলোচনা অবশ্যই দেখবো। মাঝে-মধ্যে দু-একটা ফুটুস ফাটুস প্রতি-মন্তব্য দিলেও দিতে পারি। তবে, আমার প্রতি-মন্তব্য গুরুত্বপূর্ণ না; গুরুত্বপূর্ণ হলো, বিশেষজ্ঞ পর্যায়ের মতামত।
হ্যাপী আলোচনা!!!
ছবিসূত্রঃ প্রবাস জার্নাল।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২২ দুপুর ১:৫৩