হাস্যরস—০১
চাকরির ভাইভা বোর্ড। প্রশ্নকর্তা এবং Chemistry থেকে পাস করা একজন প্রার্থীর ভিতরে আলোচনা চলছে।
প্রশ্নকর্তাঃ বলতো পাকিস্থানের জাতীয় ফুল কি?
উত্তরদাতাঃ স্যার, আমি জানতাম। কিন্তু এখন মনে পড়ছে না।
প্রশ্নকর্তাঃ তুমি এত ভালো জায়গার ছাত্র, ভালো বিষয়ে পড়াশুনা করেছো, আর এই সামান্য জিনিসটা জানো না!!!
উত্তরদাতাঃ স্যার, আমি উত্তরটা শিওর জানিনা। তবে ধারনা করতে পারি।
প্রশ্নকর্তাঃ ওকে। ওকে। তোমার ধারনাটাই বল।
উত্তরদাতাঃ স্যার, পাকিস্থানে তো বোমা ছাড়া আর কিছু ফোটেনা। সো, বোমা ছাড়া আর কিছুই পাকিস্থানের জাতীয় ফুল হতে পারেনা।
হাস্যরস—০২
হাড্ডিচর্মসার মাসুম ও নাদুসনুদুস পলাশের ভিতরে কথা হচ্ছে।
মাসুমঃ দোস্ত, কি ব্যাপক ঠাণ্ডা পড়ছে, টের পাচ্ছিস?
পলাশঃ তা আর বলতে। ঠাণ্ডায় পুরাই কাহিল হয়ে পড়ছি।
মাসুমঃ সে কি রে?? তোর এই নাদুসনুদুস শরীরে ঠাণ্ডা লাগে ক্যামনে!!!!
পলাশঃ দোস্ত, তোর থেকে আমার শরীরের সারফেস এরিয়া বেশী তো, ঠাণ্ডা লাগার জায়গাও বেশী, তাই তোর থেকে আমার বেশী ঠাণ্ডা লাগে।
হাস্যরস—০৩
লিফটে প্রচণ্ড ভিড়। গাদাগাদি করে ৮/৯ জন এক সাথে উঠেছি। এর মধ্যে কই থেকে যেন এক মাইয়া এসে হাজির, তার নাকি পরীক্ষা আছে, তাকে নিতেই হবে লিফটে। আমাদের তালপাতার সেপাহি দ্বীপ ভাই তার জন্য আত্মত্যাগ করতে এগিয়ে গেলেন। দ্বীপ ভাই নামলেন, আর তিনি উঠলেন। কিন্তু অমনি লিফট হয়ে গেল ওভারলোড। মেয়েটি ক্ষেপে গিয়ে দ্বীপ ভাই কে বলল, ভাই আপনি নামলেই কি আর না নামলেই কি!!
যাহোক, অপর আরেকজনের আত্মত্যাগের ফলে দ্বীপ ও মেয়েটি, উভয়েরই জায়গা হল লিফটে। দ্বীপ ভাই লজ্জায় লাল হয়ে একেবারে লিফটের ভিতরে যেয়ে ঢুকল, আর মেয়েটি অবস্থান নিল সরাসরি লিফটের বাটনগুলোর সামনে। লিফট দোতালা পর্যন্ত উঠতে উঠতে মনে পড়ল লিফটের বাটন চাপা হয় নাই। মেয়েটিকে বাটন চাপার জন্য বলবো ভাবছি, এমন সময় পিছন থেকে দ্বীপ ভাইয়ের গলা শোনা গেল, “ভাই, আপুর সামনে কেউ একটা চাপ দেনতো, উপরের দুইটার বাম পাশেরটায় টিপ দিলেই হবে”।
হাস্যরস—০৪
বিকালে ক্লাস প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের সফট কপি পেনড্রাইভ থেকে পি,সিতে নেওয়ার জন্য আমরা ৫/৬ জন বন্ধু একটু আগে আগেই ক্লাসে এসে হাজির। এসে দেখি আমাদের আগেই একটা মেয়ে পি,সি দখল করে রাখছে। আমরা সবাই পি,সির কাছে এসে মেয়েটিকে বললাম---
আমরাঃ আপু, আপনার কি ঢুকানো শেষ??
মেয়েঃ না এখনো ঢুকাই নাই। আপনারাও কি ঢুকাবেন নাকি??
আমরাঃ জি আপু। আপনার সমস্যা না হলে আমরাও একটু ঢুকাতাম।
মেয়েঃ না না আমার সমস্যা নাই। তবে সবাই একসাথে না, সিরিয়াল ধরে একজন একজন করে ঢুকান।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১