ওই মহাকাল
চির নতুনেরে দিল ডাক,
অসীমের মাঝে সীমা খুঁজতে যাই না আর
অস্তাচলে শুনি নব-প্রভাতের গান
হে বসন্ত বিদায়।
কৃষ্ণচূড়ার রক্তিম আভা করে বিকিরণ
কোকিলের ডাক হাওয়ায় মলিন মিলিয়ে
হে বসন্ত বিদায়।
ধরনী নিনাদ করে নিরব আর্তনাদে
ফিকে হয় বাসন্তী রং
গোধূলীর রাঙা ধূলো কালবৈশাখীর
স্রোতে উড়িয়ে
হে বসন্ত বিদায়।
তৃষ্ণার্ত চাতকের বুকফাটা হাহাকার
কি যে গেল, কি যে হলো, কিছুইতো নাই শেষ
মর্মরে দখিনার এই শেষ করাঘাত
হে বসন্ত বিদায়।
অখিল ধরনী পারে হে মানব-মন
সমাপ্তির জয়গান গাও চিরন্তন
এই কি তবে সত্য আহবান
হে বসন্ত বিদায়।
হে বসন্ত বিদায়।।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৩