মানুষের ভ্রুণ বা ফিটাস মাতৃগর্ভে থাকা অবস্থায় দেখতে কেমন হয়, তা আমরা কম বেশি সবাই দেখেছি। কিন্তু ভাবুনতো আমাদের পরিচিত প্রাণীগুলো তাদের মাতৃগর্ভে কিভাবে থাকে?
এই ভ্রুনীয় ছবিগুলো আপনাকে ধারণা দিবে আপনার পরিচিত প্রানীগুলো তাদের মাতৃগর্ভে (পেঙ্গুইন আর সাপের ক্ষেত্রে ডিমের ভিতর) কিভাবে থাকে।
মাতৃগর্ভে হাতির বাচ্চা।
মাতৃগর্ভে কুকুরের বাচ্চা।
মাতৃগর্ভে কুকুরের বাচ্চা।
মাতৃগর্ভে সিংহের বাচ্চা।
মাতৃগর্ভে বিড়ালের বাচ্চা।
মাতৃগর্ভে বিড়ালের বাচ্চা।
মাতৃগর্ভে নেকড়ের (wolf) বাচ্চা।
ডিমের ভিতর পেঙ্গুইনের বাচ্চা।
মাতৃগর্ভে মেরু ভাল্লুকের বাচ্চা।
মাতৃগর্ভে টাইগার সার্কের বাচ্চা।
ডিমের ভিতর সাপের বাচ্চা।
মাতৃগর্ভে লেপার্ডের বাচ্চা।
মাতৃগর্ভে চিহুয়াহুয়ার বাচ্চা।
এই অসাধারণ ছবিগুলো তোলা হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফির "Extraordinary Animals in the Womb" এই শিরোনামে একটা ডকুমেন্টারি তৈরী করার জন্য। এজন্য পরিচালক পিটার চিন-কে সাহায্য নিতে হয়েছে "চতুর্মাত্রিক স্ক্যানিং প্রযুক্তি", কম্পিউটার গ্রাফিক্স এবং ক্ষুদ্রাকৃতির ক্যামেরার।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৩০