চিত্রশিল্পী পাবলো পিকাসো একবার তাঁর নতুন শ্যাটোতে (একধরণের প্রাসাদতুল্য বাড়ি) ঢুকে পড়া একটা ছিঁচকে চোরকে হাতেনাতে ধরে ফেলেছিলেন প্রায়। কিন্তু না, চোর পালিয়ে গেলো(শিল্পীরা অন্যান্য কাজে যা হয় আর কী hehe ) অবশ্য পিকাসো পুলিস কে আশ্বাস দিলেন – তিনি চোরের একটা রাফ স্কেচ করে দিতে পারেন যাতে করে চোরের চেহারা বুঝতে সুবিধে হতে পারে। পুলিসেরা খুশী হয়ে গেলো।
পিকাসোর ড্রয়িং –এর ভিত্তিতে পরবর্তী কয়েকদিনে পুলিসের গ্রেফতারকৃতদের তালিকা দেখুন – একজন মাদার সুপেরিয়ের(হেড নান), মাননীয় অর্থমন্ত্রী, একটা ওয়াশিং মেশিন, এবং আস্ত আইফেল টাওয়ার! surprised hehe পিকাসোর স্কেচ বলে কথা! lol2
২. ফিউনেরেল ক্যাব চালক
একবার জনৈক ট্যাক্সি-যাত্রীর মনে একখানা প্রশ্নের উদয় হলো। তো সেটা জিজ্ঞেস করতে সামনের ড্রাইভারের কাঁধে একটা হাল্কা টোকা দিয়ে ফেললেন। আর যায় কোথায়? পরবর্তী ঘটনাসমূহঃ ড্রাইভারের গগনবিদারী আর্তচিতকার, গাড়ির নিয়ন্ত্রণ হারানো, একটা বাস কে প্রায় ধাক্কা দিয়ে ফেলা, ফুটপাথে চড়া এবং একটা দোকান থেকে কয়েক ইঞ্চি দূরত্বে গিয়ে থামা।
কয়েক সেকেন্ড ক্যাবের ভেতর পিনপতন নীরবতা বিরাজ করলো। অতঃপর গম্ভীর কন্ঠে ড্রাইভার, ‘দেখুন, আর কক্ষনো এমনটা করবেন না। আপনি আমার আত্মারাম খাঁচা ছাড়া করেছিলেন প্রায়!’
যাত্রী অবাক হলেও ক্ষমাপূর্বক বললেন, ‘ আমি বুঝতে পারি নাই একটা সামান্য টোকায় আপনার এমন বেহাল দশা হবে!’ surprised
ড্রাইভারের জবাব, ‘ স্যরি, এটা আসলে আপনার দোষ না। ক্যাব ড্রাইভার হিসেবে আজই যে আমার প্রথম দিন sad । সুদীর্ঘ পঁচিশ বছর যাবত ফিউনার্যল ভ্যান চালিয়ে এসেছি কিনা। তেনাদের কারুর তো কোনোভাবেই কাঁধে টোকা মারার কথা না’
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৫
১. ০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭ ০