সিনেমার নায়িকা!
আহ, স্বপ্নচারিনী? মায়াবিনী। নিশীথিনী। কুহকিনী। চিনিচিনি।
দারুচিনি...লবঙ্গ....এলাচ....কাচামরিচ...
বোম্বাই মরিচ...
বোম্বাই সিনেমা....
হ....
আসল জায়গায় আসলাম।
৩/৪ দিন আগে স্টার ওয়ানে একটি অনুষ্ঠান দেখছিলাম।
উপস্থাপক বিভিন্ন মজার মজার প্রশ্ন করছেন।
পক্ষ-বিপক্ষের প্রতিযোগিতা উত্তর দিচ্ছেন।
এক পক্ষে ছিল গায়ক সনু নিগাম।
অন্যপক্ষে ছিল নায়িকা মল্লিকা শেরাওয়াত।
উপস্থাপক মল্লিকাকে প্রশ্ন করলেন...
একটি ডিম সেদ্ধ হতে যদি ৩ মিনিট লাগে তাহলে
৩টি ডিম সেদ্ধ হতে কত মিনিট লাগবে।
বাসায় ভাইয়া-ভাবী বললেন ৩ মিনিট।
আমি বললাম ৩ মিনিট।
কিন্তু মল্লিকা শেরাওয়াত বলল ৯ মিনিট!
অনুষ্ঠানের উপস্থাপক, সনু নিগমসহ দর্শকরা হেসেই অস্থির।
আমার মাথার ভেতর চট করে একটি পুরোনো প্রবাদ (!) মনে পড়ে গেল।
কোথায় যেন প্রবাদটি পড়েছিলাম....
'কোনো নায়িকার ব্লাউজ ভরা থাকলে তার মাথার মগজ খালি কিনা সে বিষয়ে পরিচালক-প্রযোজকদের মাথাব্যথা থাকে না! '
মল্লিকা শেরাওয়াত তার প্রমাণ দিল।