তাহার সহিত আমার কখনও কথোপকথন হয় নাই, আমিই মনে মনে বলিতাম আর তাহাকে শুধুই প্রান ভরিয়া দেখিতাম। দখিতে দেখিতে ভাবিতাম কতইনা ভাল হইত যদি তাহার সহিত মিলিয়া যাইতে পারিতাম। এক অকৃত্রিম নৈসর্গিক ভাললাগা ভালবাসা আমাকে সর্বদা আচ্ছন্ন করিয়া রাখিত যখন আমি তাহার সম্মুখে বসিয়া থাকিতাম।
আমার এক বাল্যবন্ধু কৌতুকছলে গোধূলি লগ্নে তাহার সৌন্দর্য্যর সহিত আমার পরিচয় ঘটাইয়াছিল। তখন হইতেই তাহাকে আমি কখনই মনে মনে ভুলিতে পারি নাই, যদিও নাগরিক সভ্যতার অসভ্য মানুষগুলোর কারনে আজ সে আমা হইতে দূরেই সরিয়া পড়িয়াছে। সরিৎএর বুকে তার সলৎ আওয়াজ সাথে প্রবল প্রভঞ্জন এর শিহরনী গুঞ্জন শর্বরীর সকল নিস্তব্ধতা ভেদ করিয়া যখন স্ব-শব্দে আমার কর্নকুটীরে প্রবেশ করিত তখন মাঝে মধ্যে আমি অটো হইয়া যাইতাম।
মিস করি, এখনও খুব মিস করি, তোমাকে প্রিয়তমা ! প্রকৃতির অকৃত্রিম লীলা তুমি, সর্বগ্রাসী গাঙ এর স্পন্দন তুমি, মরুদ্যানে তৃষিত হৃদয়ের জল তুমি, সহস্র প্রানের সজীবতা তুমি, কত কবির কবিতার আবেগ তুমি - ধরনীতে তোমার পরিচিতি অনেক নামেই-ঢেউ, তরঙ্গ, উর্মি- তবে যে যাই নামেই ডাকুক না কেন, আমি তোমাকে উর্মি বলিয়াই আজীবন ডাকিব।
জনমো জনমো তব “তটে” কাঁদিব
যতই আনিবে হেলা ততই সাধিব
তোমারি নামো গাহি, তোমারো প্রেম চাহি
ফিরে ফিরে দৃপ্তি তব চরনে আসিব।।
কৃতজ্ঞতাঃ কাজী নজরুল ইসলাম
ধন্যবাদ ।।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২