দহন কাল (ত্রিশা)
আজ আমার ত্রিশা। যখন ছোট ছিলাম অনেক কিছুতে বিধি-নিষেধ ছিল, গাইতে মানা, বেশী দূরে যাইতে মানা, একা একা হাসেতে মানা, বেশী কিছু করতে মানা, মেয়ে মানুষ ধরতে মানা, একটাতেই কেবল মানা ছিল না-পড়তে; অবশ্য সেটা নিজে থেকেই বাদ দিয়েছিলাম। নিজেকে মেধাবী মনে করেছিলাম কিন্তু ভুলেই গিয়েছিলাম স্কুলজীবনের অধিকাংশ সময়... বাকিটুকু পড়ুন