1
জ্বলছে আগুন, বলছে মানুষ, হায়রে এ কি কান্ড ?
পুড়ছে প্রান, পাচ্ছি ঘ্রান, জনগনই ভন্ড !
কে রে তুই বুদ্ধ বালিশ! করছ নালিশ, খোদার কাছে
দু হাত নাড়ি, মারনা বাড়ি, দেখনা ঢোল কেমনে বাজে!
2
করছে চাকুরি, হচ্ছে চাকুরি, তবুও নাকি সবি বন্ধ
নাইরে কোটা, হায়রে বেটা, কপালটা তোর এমনি মন্দ
আসছে Massage, হচ্ছে passage, ওরা সবাই পাশ
পড়ছি নফল, হচ্ছি বিফল, বাবা দিচ্ছে বাঁশ!
3
পেটের নীতি, করছে প্রীতি, হচ্ছে দুর্নীতি
হচ্ছে মোটা, মামুর বেটা, শিখে রাজনীতি
ওরা সকল, করবে দখল, দেখবে তখন দেশ
ঘুমাই আমি, ঘুমাও তুমি, বদল হবে দিন বেশ!!!
-বিষাদবন্ধু