বসন্তের ফুলগুলো আজ
স্বৈরাচারী কোন মালীর হস্ত দলিত,
আর দূরভেদ্য সে মায়াজালে বন্দি
ফুলের চারিপাসে উড্ডীয়মান কালো ভ্রোমর।
ভ্রোমরের চোখে ফুল মানেই সুপ্ত স্বপ্ন বুনন
আর মালীর কাছে ভোগবিলাস।
সংঘাতের মধ্যে এই যেন চিরায়ত নিয়ম
কারো ভোগে কারো স্বপ্ন অবসান।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৪