অবিনশ্বর
লন্ঠন ! সে কি আর অবিনশ্বর ?
সীমার অধীনেই দম্ভিত দিগন্ত,
অবিরাম বর্ষনেরও আছে বিরাম।
আলো দানেও পালাবদল করে
প্রজজ্জলিত চন্দ্র সূর্য।
সময়ের হাত ধরে খেলা করে
মানবের কায়া আর হৃদয়।
ক্লান্ত বদনে দাঁড়িয়ে থাকা পাহাড়
সেও যেন তার নশ্বরতার কথা জানায়
ভূমিকম্প আর ভূমিধ্বসে ।
শুধু চাওয়া পাওয়া গুলো থেকে যায়
থেকে যায় অনুভূতি ।
অবিনশ্বরের প্রার্থিতায় রয়ে যায়
ভালোবাসা... বাকিটুকু পড়ুন