আমি পারিনা, আমি সত্যিই পারিনা
কেনো পারিনা সেটাও বলতে পারিনা,
আমি কিছুই পারিনা।
তবে এই কিছুর মধ্যে ভালোবাসা নেই।
আমি কিছুই পারিনা।
তবে কষ্ট পেলে কাঁদতে পারি,
এই কাঁদাটা কিন্তু কিছুর মধ্যে পড়ে না।
আমি আসলেই পারিনা।
তবে, তুমি পারো !
অন্যকে কাঁদিয়ে নিজে হাসতে পারো।
আর আমি হাসতেও পারিনা।
কেনো পারিনা তাও বলতে পারিনা।
ভাবছি !!
এবার আমাকে পারতেই হবে,
সমস্ত না পারা গুলোকে একে একে।
সেদিন আবার তুমি কিছুই পারবে না।
আমি পারবো,
তোমার সব পারা গুলোকে পর্যায়ক্রমে।
রচনাকালঃ ০২ ফেব্রুয়ারী ২০১০ ইং।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৬