এই স্থাপত্যটি সম্মন্ধে তেমন কোন তথ্য পাওয়া যায় না। এটির ইতিহাস, জন্মকাল, এমনকি এটা যে আসলে মঠ ছিল কিনা তাতেও সন্দেহ আছে। এলাকাবাসীরা কেউ বলেন মঠ কেউ বলেন এখানে অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করা হত।
তবে আমার নিজের কাছে মনে হয় এটা মঠই ছিল।




এখনো মুছে যায়নি এর শৈল্পিক রূপ




আমার গাইড সাবধানে সিড়ি দিয়ে ওঠানামা করছে।






অবহেলা ও অযত্নের সাক্ষী


মঠের ঠিক সামনে অবস্থিত এই পুকুর। একে নিয়েও প্রচলিত আছে অনেক গল্প। যেমন, এখানে নাকি সোনার নৌকা ছিল, এই পুকুর নাকি অভিশপ্ত ইত্যাদি
** পর্যাপ্ত তথ্য না থাকায় দুঃখিত
ছবির কারিগরি ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী