যারা সাঁতার পারেন না তাদেরও কোনো ভয় নেই!
লাইফ জ্যাকেট ছাড়া ওরাই আপনাকে নামতে দিবেনা।
কায়াকিং....
যেভাবে যাবেনঃ
স্টেপ-১ঃ চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে লিচুবাগানের বাসে উঠবেন।কাপ্তাইয়ের বাসে উঠলেও হবে।লিচু বাগান কাপ্তাই যাওয়ার রাস্তাতেই পড়ে(যারা জানেন না।স্থানীয়রা 'লেচু বাগান' বলে ডাকে)।কাপ্তাই যাওয়ার পথেই কায়াকিং ক্লাব পড়ে।কোনো বাস থেকে ওখানে মানুষ নামাতে দেখিনি।তাই বলতে পারছিনা যে সরাসরি ওখানে বাসে যেতে পারবেন কিনা।সেটা আপনারাই জিজ্ঞেস করে নিবেন।
বাস ভাড়া=৪৫ টাকা প্রতিজন।
সিএনজি দিয়েও যেতে পারেন।সেক্ষেত্রে আপনাকে কাপ্তাই রাস্তার মাথায় যেতে হবে।
সিএনজি ভাড়া=৬০ টাকা প্রতিজন।
স্টেপ-২ঃ লিচুবাগান নেমে ওখান থেকে 'জুমে' যাওয়া সিএনজি গুলোয় উঠবেন।'জুম' মানে জুম রেস্তোরাঁ। ভাড়া ২৫/=।
স্টেপ-৩ঃজুম রেস্তোরা আর কায়াকিং ক্লাব পাশাপাশি।জুম রেস্তোরায় ১০ টাকার টিকেট কেটে ঢুকতে হবে।এক টিকেটে সারাদিন।ওখান থেকেই খাওয়াদাওয়ার পর্ব সেরে নিতে পারেন।আমরা ওখানেই খেয়েছি।এ ছাড়াও কায়াকিং ক্লাবের মুখেই একটা খাবারের দোকান আছে।
ফার্মের মুরগী+ভাত+ডিম=১৫০/= প্রতিজন।
দেশি মুরগী+ভাত+ডিম=২০০/= প্রতিজন।
মাছ+ভাত+ইত্যাদি=২০০/= প্রতিজন।
স্টেপ-৪ঃ তারপর কায়াকিং ক্লাবে গেলেন।সেখান থেকে এক বোটের ভাড়া ৩০০/= প্রতি ঘন্টা।দুজন বসতে পারবেন এক বোটে।আধা ঘন্টা ১৫০/=
স্টেপ -৫ঃ আবার চট্টগ্রাম ব্যাক করলেন।ভাড়া আগের মতোই।
সুতরাং চট্টগ্রাম টু কাপ্তাই কায়াকিং ক্লাবের খরচ(প্রতিজন)ঃ৪৫+২৫+১৫০/২০০+৩০০/২+২৫+৪৫=৪৪০/= থেকে ৪৮০/= টাকা।এক্সট্রা কিছু কিনলে সেটা অন্য ব্যাপার।
চট্টগ্রামের বাইরে থেকে যারা আসবেনঃ
আপনারা উপর্যুক্ত খরচের সাথে শুধু আপনার এলাকা টু চট্টগ্রাম শহরের ভাড়া যোগ করে নিয়েন।
তাহলেই খরচ কত পড়বে সে ব্যাপারে আইডিয়া পেয়ে যাবেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৫