বাংলাদেশ দিনে দিনে ডিজিটাল হচ্ছে, প্রত্যেকের মনেই লালিত একটা স্বপ্ন থাকে।
পরিবেশের কারণেও মাঝে মাঝে স্বপ্নগুলো পরিবর্তিত হয়ে যায়।
যাই হোক, 'আমি যদি প্রধানমন্ত্রী হতাম' শিরোনামটা অনেক তাৎপর্য বহন করে।
.
বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কখনো হতে পারতাম তাহলে আমার ইচ্ছে থাকতো,
পুরো জাতি কে ঐক্যবদ্ধ করতাম। জাতীয় ইস্যু গুলো তুলে ধরতাম যার বিপরীতে অবস্থান করার সুযোগ রাখতাম না। ৫৭ টি আন্তর্জাতিক নদীর ন্যায্য পাওনা আদায় করতাম। আন্তর্জাতিক সীমারেখায় আমার দেশের একটা কাকও যেন মারা না যাই তার যথাযথ ব্যবস্থা নিতাম,যদি আমার দেশের একটা কাক কেও হত্যা করা হতো তার বিপরীতে প্রথমে আমি বিচার চাইতাম আর বিচার না পেলে/বেইমানি করলে তার বিপরীতে খুনি দেশের জাতীয় পাখি হত্যা করতাম।আমি তখনই অন্য দেশের মিডিয়াকে আমাদের দেশে প্রবেশ করতে দিতাম যখন তারা আমাদের গুলোও তাদের দেশে নিবে। মধ্যপ্রাচ্য হতে শুরু করে সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতাম যাতে আমাদের দেশের সাথে সেইসব দেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে শ্রম শিক্ষা মেধা বিনিময় করা যাই।
.
সেনা বাহিনী আর বি ডি আর (আমার বি জি বি বলতে ভালো লাগে না) কে এতটাই শক্ত করতাম যে বাংলাদেশের বিপরীতে কিছু করার আগে অন্য দেশ যেন তাদের মস্তিষ্ক ভালো ভাবে স্ক্যানিং করায়। বিদেশি বিনিয়োগ হবে/ শিল্প কারখানাও হবে তবে ৭০% কর্মী নিতে হবে আমার দেশ থেকেই। যার যার বিশ্বাসী ধর্মের প্রতি পুর্নাঙ্গ শ্রদ্ধা থাকবে আর কেউ কারো বিশ্বাসে আঘাত করতে পারবে না।
.
'ব্লাসফেমি' আইন চালু করা হবে। নামায পড়া আর যাকাতের উপর পুরোপুরিভাবে জোর দেয়া হবে। আমার সমালোচনা যাতে ভয়হীন ভাবে সবাই করতে পারে তার ব্যবস্থা থাকবে। সকল মিডিয়া উম্মুক্ত থাকবে আর স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারবে। কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসার সব ছেলে মেয়েদের নিয়ে বছরে ৩ বার সম্মেলন করা হবে যেখানে আমি সরাসরি তাদের কাছ থেকে কথা শুনবো আর দেশের সব মিডিয়া সেখানে অবস্থান করবে আর ওই সম্মেলন সরাসরি টিভি তে দেখানো হবে। যে ছাত্র আমার সবচেয়ে বড় ভুল (দেশ পরিচালনায়) ধরিয়ে দিতে পারবে তাকে Student of the year Award দেয়া হবে। সমস্ত মসজিদ মাদ্রাসার ইমাম আর অন্যান্য সম্প্রদায়ভুক্ত প্রধান ব্যক্তিত্বদের নিয়ে দেশ ও মানুষের কিভাবে উন্নতি করা যায় তার বিভিন্ন পদক্ষেপ নেয়া ও তার বাস্তবায়ন করা হবে....
"ইনশাআল্লাহ"