ওইখানে এক ঝিলে/
স্মৃতির ডাহুক বিলে/
জল আকাশের নীলে/
নীলের সাথে মিলে/
লিখেছিলাম-
অনিঃশেষের ছেড়া পাতার শেষ কবিতা/
নষ্ট নদীর বধির জলের ছন্দ না তা/
নষ্ট ফুলের গন্ধ না তা/
আমার সাথে দ্বন্দ না তা/
মন্দ হাওয়ার মন্দ না তা/
জোড় জানালা; - বন্ধ না তা/
শুধু
গল্পে যেসব কথা ছিল সেসব কথা/
একপাশে এক হৃদয় নদীর অন্য ব্যথা/
ব্যথার পাশে /নীল আকাশে/ ব্যথা বুকেই/ উড়ছে চিল/
তোমার বিষের /বিস্বাদ বিষে /আমিই হলাম/ বিষাদ নীল।/
কিসের কেমন /নীল বেদনা/ বলবো কাকে,/ভোরের আযান? /ভোরের আগে।
নষ্ট মুখের প্রতিশ্রুতির/ ভুল আলোয়ান, /বুঝলে আযান!/ বোঝাই কাকে!/
আমিই শুধু /ঘরে ফেরা/ ফেরার পথের /ফেরিওলা,
আমার জন্য অন্যজীবন,/ দহনবেলা,/
থাকছে তোলা,/
মিথ্যে বোঝার,/ রঙিন সিকায়/ থাকুক তোলা
ভরুক ঝোলা,/
স্মৃতির ঝোলায়/ দোদুল দোলায়/ কদিন পরে/
এমনি ঝড়ে/
বাসিমুখের বাসিফুলও /পড়বে ঝড়ে/
সেসব রাতে,/
নষ্ট মাঠে,/ নষ্ট ক্ষেতে/
"হাতের পাশে /হাতের পরশ"- /
পরশ নিয়ে /শুন্য হাতে/
কেউ থাকেনি, /থাকলো না কেউ /একলা পথে।/
এসব দিনে/ এসব রাতে।/
জাগলো না কেউ/
ডাকলো না কেউ, /থামলো না কেউ/
আমার সাথেই থামছে কেবল, /থামলো আযান।/
ভোরের আযান।/
সোজন ঘাটের/ বজরা নায়ে /যোজন দূরে,/
আযান মিলায়,/
ভোর বাতাসে, /দূর সলিলে, /
জল আকাশের নীলে,/
নীলের সাথে মিলে, /
স্মৃতির ডাহুক বিলে/
এইখানে এই ঝিলে।