অনিমেষ আর মাধবীর প্রেম ছিলো
বস্তুত অনিমেষ আমার সহপাঠী,
পূর্ব বাসাবোর বাবুল স্যার রসায়ন পড়াতেন।
আমার ও অনিমেষের
পরিচয় সেখানেই।
অনিমেষের মাধবী তখন যাত্রাবাড়ী।
আমি আর অনিমেষ বাসাবো থেকে সিটি কলেজ;
আমি রসায়ন ছেড়ে এলিফ্যান্ট রোডে গণিত শিখি,
এক একদিন দেখা হয়-
কথা হয় না,
এক একদিন কথা হয়।
অনিমেষ আর আমি মেডিকেল কোচিং করি।
ভর্তি পরীক্ষার কিছু
আগে কবিতার মতো মাধবী আসে।
অনিমেষের মাধবী।
অনিমেষ আর মাধবী ।
ভর্তিযুদ্ধে বিজয়ী অনিমেষ শাহজালালে;
আর আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে।
একদিন আমি আর অনিমেষ
স্নিগ্ধায় শুয়ে আকাশ দেখি;
একদিন আমি আর অনিমেষ
সিলেটে রাত জাগি।
অনিমেষ বললো- পুরোনো সূতোয় টান দিয়োনা,
ছিড়ে যাবে।
একদিন অনিমেষ কবিতা লিখলো
অনিমেষের মাধবী।
অনিমেষের মুখে খোচা খোচা দাঁড়ি
অনিমেষের ঠোঁটে সিগারেট
অনিমেষের চোখে সোনালী ডানার চিল
অনিমেষের বুকে মাধবীলতা
অনিমেষ আমার কবিতা
বস্তুতঃ অনিমেষ আর মাধবীর প্রেম ছিলো।
কেননা অনিমেষ কবিতা লিখতো।
অনিমেষ ইঞ্জিনিয়ারিং এ আর মাধবী মেডিকেলে।
মাধবী নদীর মতো বয়ে যায়,
অনিমেষের বুকে- ছলছল ছলোছল,
অনিমেষ আমার কবিতা,
অনিমেষের চোখে জল।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৭