তোমার প্রশ্নের অপেক্ষায় থাকি।
আমার সেই কল্পনার নদীর পাশে এলেই মনে হয়-
সারাক্ষন ছুঁয়ে ছুঁয়ে থাকি তোমাকে।
হারিয়ে যাই নদীর স্বচ্ছ জলের নীচে।
দিই ডুবসাঁতার।
ফুলের গন্ধ ভেসে আসে কোথাও থেকে
একদম ছেলেবেলার কাঁঠাল চাঁপার মত।
তোমায় ভেবে অস্থির হই আর-
আকাশে জ্বলতে থাকা তারাদের দিকে তাকিয়ে
তোমার প্রশ্নের অপেক্ষায় থাকি।
তুমি এলে-
আগুন ঝরানো অনুভব নিয়ে বসে থাকি,
তুমি আর আমি
পৃথিবীর পুরাতন মানব মানবী।
কান পেতে থাকি;
যদি প্রশ্ন করো কতটুকু ভালোবাসি।
জানোতো
ভালোবাসার অমল বোধটুকু বুকে তুলে রাখা,
সেতো তোমারই জন্য।
নিবীড়তায় বলা হয়-
চোখ মেলে ভালোবাসি।
চোখ বুজে ভালোবাসি।
নির্জনে ভালোবাসি
জনারণ্যে ভালোবাসি।
তোমার দেয়া স্বপ্ন ভালোবাসি
তোমার দেয়া রংধনু রং ভালোবাসি।
তোমার দেয়া নিত্যদিনের
কবিতা ও গান ভালোবাসি ।
মায়াবতী একবার প্রশ্ন করেই দেখো ।।।................