বর্ষার জল ছুঁয়ে সিক্ত গোলাপি ঠোঁটে-
অদ্ভুত চাহনির নিবিড় আলিঙ্গনে,
চোখে চোখ রেখে কি যেন বলতে চাও তুমি?
তোমার অলোকসুন্দর কেশের মায়ায় জড়িয়ে আছি
অর্বাচীন বয়স থেকে অসন্দিগ্ধ আজ অবদি।
মুগ্ধ নয়নে চেয়ে থাক তুমি সংগোপনে-
লজ্জার খাঁচা ভেঙ্গে বাতাসের কানে কানে বলে দাও,
যে কথা হয়নি বলা, বলতে গিয়েও পারনি আমায়।
যে কথা, আজন্ম লালিত স্বপ্নের অমিয় বাণী?
আমি যে দীর্ঘ অপেক্ষায় পরঞ্জয় রণবীর।
মায়াবতী................