আজ এক শ্রাবণের বিষন্ন বিকেলে যখন অলস-উদাস দুপুর মৃতপ্রায়,
তোমার শাড়ীর নীল আঁচলে;
অনিন্দ্য-অপরূপ শোভা দর্শনে,
এক গভীর আবেশে শ্রাবণের মৃদু হিমেল হাওয়ায় তোমার-
শাড়ীর আঁচল,ঢেউ খেলে যায়,
তুমি নারী-শিল্পের নিপূন কারুকাজ-
তুমি জীবনানন্দের বনলতাসেন-
তোমার দিকে তাকিয়ে
আজ অপরূপ প্রকৃতিও যেন হার মানে
তোমার ঐ মায়াবী রূপের অবয়বে,
তুমি ব্যাখ্যাহীন অনিন্দ্য সুন্দরের পূঁজারী;
তোমার শরীরে সর্বাঙ্গে জড়িয়ে থাকা শাড়ী তোমার রূপের দিয়েছে সকল শোভা...
তুমি মায়াবতী, তুমি অনুপ্রভা...।।।।।