কোথায় যেন একটা কবিতা দেখেছিলাম অনেক আগে......
লাক্স,মেরিল, ডেটল মেখে
দূর হয় না গায়ের গন্ধ।
মনের গন্ধ যায় না ধোয়া
পৌছার পথ যে বন্ধ।
না মনের গন্ধও কিন্তু ধোয়া যায়! তবে এমনি এমনি না খাটি বাংলা ভাষায় গুতানি দিয়ে গন্ধ দূর করতে হয়
সেদিন হঠাত চমকিয়ে গিয়েছিলাম, ঢাকার রাস্তা ঘাট একটু ক্লিন ক্লিন লাগে ক্যা??
কখনো চলার পথে এতোটা খেয়াল করার সময় পাই নাহ। তবুও সেদিন আসাদ গেটের ওইদিকে সন্ধায় যেতে যেয়ে চোখে পড়ল! ব্যাপার কি?
চোখ জরছে ডোলা দিলাম!! শালার চোখে কি হলো!!
নাহ ! যা দেখছি সব ঠিক !!
মানে আর কি! আমাদের মেয়ের সাহেব কাজ করছেন। রাস্তায় আকর্ষনীয় ডাস্টবিন বসাইছেন। আহ!! ডাস্টবিন দেখলেই চোখ জুড়িয়ে যায়!!
পাশের বন্ধু রে কইলাম, দেখছোস ব্যাপার কি??
উত্তরে সে কয় মানুষ ভালো হইছে । ডাস্টবিনে ময়লা ফেলে !
উত্তরে কইলাম, ব্যাপার টা এমন না রে বন্ধু । নতুন ডাস্টবিন ঝুলাইছে । আর রাস্তার ময়লা পরিষ্কার করা হইছে! (যদিও একটু পাশেই নাকে হাত না দেওয়ার উপায় নাই)
বাট ভাবছি দুই দিন পর কি যে হবে!
নাহ বাঙ্গালী জাতি অস্থির জাতি! এদের অভিযোজন ক্ষমতা অস্থির!!
এরা যে পরিবেশে যায় সে পরিবেশে খাপ খাওয়ায় নেয়!
এই বাঙ্গালী যখন কাতার এ যায় স্বভাব ঠিক থাকে, যখন আমেরিকা/লন্ডন সহ অন্যা ভালো ভালো শহরে যায় স্বভাব ঠিক থাকে ! বাট যদি ৭ দিনের জন্য বাংলাদেশে আসে পারলে পথে ঘাটে পায়খানা করে! ওই যে অভিযোজন!!!!
এদেশেও যেন ঠিক তাহকে তা আমদেরই দায়িত্ব নিতে হবে!
এবার ঠিক হতে হবে, সময় তো বার আর আসে নাহ । চেষ্টা করতে সমস্যা কই? শহরটা কে পরিষ্কার করি ! একটু নিজে পরিষ্কার থাকি না হয়!
ঢাকাতে তো শুরু হলো পরিষ্কার অভিযান, এবার তো দেশকেও করা সম্ভব!
চলুন না হয়! আমাদের যার যার সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন কে জনপ্রতিনিধিকে একটু চাপ দেই! না হয় একটা একটা ওয়ার্ড ভিত্তিক করে ক্লিন শুরু করি! হাস্যকর হলেও জরুরি। না হয় ওই জাপানিরা এসে পরিষ্কার করা শুরু করবে ! সেটা দেখলে নিজেদের ধীক্কার দিতে মন চায়!
তাই আসুন একটু অনুরোধ করি। কাজ না হয় শুরু হোক! বাকি দায়িত্ব না হয় আমাদের :-)
ধন্যবাদ ঢাকা সিটি কর্পোরেশন মেয়র মহাদয় কে এতো সুন্দর পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার জন্য।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ রাত ৮:২৭