যদি নিজের দেশকে এতটুকুও ভালবেসে থাকেন তাহলে . . .
••• একটু লক্ষ্য করুন •••
জামদানি শাড়ি, নকশীকাঁথা এবং ফজলি আম এখন আর আমাদের ঐতিহ্যের অংশ নেই, কারণ ভারত ইতিমধ্যে এই সকল পণ্যের আন্তর্জাতিক স্বত্ব নিয়ে নিয়েছে। এই পণ্যগুলো বিশ্বে এখন ভারতীয় পণ্য হিসেবে পরিচিতি পাবে। তারা স্বত্ব করে নিলেও আমরা জানি এগুলা আমাদের পণ্য, আমাদের ঐতিহ্যের অংশ। এখন তারা ইলিশের স্বত্ব নেবার চেষ্টা করতেছে। যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
এই মুহূর্তে আমাদের কৃষি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম কাজ হচ্ছে আমাদের দেশিয় পণ্যগুলো চিহ্নিত করা এবং তা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার ‘Geographical Indication (GI) ’ আইনের অধীনে নিবন্ধন করা। এ সকল পণ্যের মধ্যে রয়েছে ঢাকার ‘জামদানি শাড়ি’, ফরিদপুরের ‘নকশীকাঁথা’,
চাঁদপুরের ‘ইলিশ’, রাজশাহীর ‘ফজলি আম’, বগুড়ার ‘দধি’, সুন্দরবনের ‘মধু’ সহ আরও অনেক পণ্য।
মনে রাখবেন, আমাদের ঐতিহ্যকে আমাদেরই বাঁচাতে হবে। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। বাইরের দেশের কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না।
দেশের স্বার্থে একাত্ম হোন...
আগামী ১৯ অক্টোবর ২০১২, শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
দলে দলে যোগ দিন এই বিশাল মানব বন্ধনে।
* এই বিশাল মানব বন্ধনটি অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ে ঠিক বিকাল ৩.৩০ মিনিটে । ১ মিনিট আগেও নয়, ১ মিনিট পরেও নয়। অতএব নির্ধারিত সময়ের আগেই আপনি প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হবেন।
* নারী পুরুষ, ছোট বড় যে কেউ অংশগ্রহন করতে পারবেন।
* প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে হাইকোর্টের সামনে দিয়ে শাহাবাগের দিকে লাইন হবে। আপনি লাইনে এভাবে দাড়িয়ে যাবেন। বিশাল মানব বন্ধন হবে.......
* আপনার বন্ধু, বান্ধবী, সহকর্মী সহ যত বেশি সংখ্যক লোক সঙ্গে আনবেন তত ভাল।
* আপনি ইচ্ছা করলে নিজ দায়িত্বে ব্যানার, প্লাকার্ড বানিয়ে আনতে পারবেন এবং তা করতে পারলে খুব ভাল হয়।
* এটি কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। বিষয়টি পুরোটাই দেশের স্বার্থে। তাই যে কেউ অংশ নিতে পারবেন।
* এই মানব বন্ধনে কোন ধরনের খাবার, নাস্তা বা যাতায়াত ভাড়া সরবরাহ করা হবে না। আপনি দেশকে ভালবেসে নিজ দায়িত্বে দেশের ঐতিহ্যকে বাঁচানোর জন্য আসবেন।
* Facebook-এ অন্য বাংলাদেশীদের Invite করুন এই Event -এ Join করার জন্য।
* এই Event টি Share করুন।
* Facebook-এ যাদের page আছে তারা দয়া করে এই Event টি Promote করুন
মনে রাখবেন, আমাদের ঐতিহ্যকে আমাদেরই বাঁচাতে হবে। আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। বাইরের দেশের কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না।
দেশের স্বার্থে একাত্ম হোন...
আগামী ১৯ অক্টোবর ২০১২, শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
দলে দলে যোগ দিন এই বিশাল মানব বন্ধনে।
____স্থান____
ঢাকাঃ ঢাকা প্রেস ক্লাবের সামনে
----------------------------------------------------------
(এইখানে কোন দালালীকে আশ্রয় দেয়া হবে না। ভারতের দালাল এবং পাকিস্তানের দালাল সবাইকে গদামের উপরে রাখা হবে। এইটা শুধু বাংলাদেশীদের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য)
ইন্ডিয়ার দালালরা ইন্ডিয়ায় যাও, পাকিস্থানের দালালরা পাকিস্থানে যাও।
আমাদের বাংলাদেশীদের শান্তিতে থাকতে দাও।
{লেখাটি ফেসবুকের ইভেন্টের কপি-পেস্ট তাই কিছুটা অসামঞ্জস্বপূর্ন মনে হয়ে পারে
মূল ইভেন্ট এখানে }
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:০১