সামু তে যোগ দেই জুনের শেষের দিকে। এরপর থেকেই অপেক্ষা শুরু। কিন্তু সাত দিন পার হয়ে এক মাস হয়ে গেলও মডুদের কোন দেখা সাক্ষাৎ পেলাম না। মনটাই গেল খারাপ হয়ে। তার ওপর সামুর লগইন সমস্যাতো আছেই। কিছু দিন পরপর লগইন হয় না। তাই রেগে গিয়ে সিদ্ধান্ত নিলাম, যা আর সামুতে আসবই না। ফলে গত এক মাস আমি সামুর মুখ দর্শন করি নি।

আজ হঠাৎ কেন যেন মনে হল দেখি সামুর অবস্থা কি। কিন্তু লগইন করে স্তব্ধ হয়ে গেলাম


ভার্চুয়াল জগতে আমি এতটা আনন্দিত কখন হইনি যতটা আজ হলাম। এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মত নয়।

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১০:১২