আমি সামুর পাঠক অনেক দিন থেকেই। পাঠক থেকে লেখক হওয়ায় প্রয়াসে অবশেষে একটা আইডিও খুললাম অনেক আশা নিয়ে। কিন্তু লগইন করেই ধাক্কা খেলাম একটা নোটিশ দেখে
" আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।"
আগ্রহ ও উৎসাহ ডীপ ফ্রিজে পাঠিয়ে দিয়ে চিন্তা করলাম ৭ দিনইতো, এ আর এমন কি। শুরু হল অপেক্ষার পালা। ৭ দিন পর অষ্টম দিন আরেক বার আগ্রহ নিয়ে সামু তে ঢুকলাম(লগইন করলাম)। মনে আশা আজ কিছু লিখব। কিন্তু আশায় গুরে বালি। কেননা এখনও আমি প্রথম পাতায় এক্সেস পাই নি।
এর পর দিনে দিনে কেটে গেল অনেক দিন। আজ সামুতে আমার ৩৪তম দিন। কিন্তু এখনও আমার ওপর মডুদের পর্যবেক্ষন শেষ হল না।
শেষে মডুদের কাছে আমার কেবল দুটি প্রশ্নঃ
১। আমাকে এত দিন ঝুলিয়ে রাখার কারন কি?
আপনারা বললেন, "প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন"। কিন্তু দেখুন প্রতিটা লেখকই চায় পাঠক তার লেখা পড়ুক। লেখা যদি পাঠকের কাছে না পৌছায়(আর কি প্রথম পাতায় প্রকাশ না পায়) তবে লেখক লিখবে কেন? আর লিখতে না পারলে(এমন কি মন্তব্য পর্যন্ত করতে না পারলে) নিয়ম ভাঙ্গবে কিভাবে?
২। এই অধম এর ওপর আপনাদের পর্যবেক্ষন কবে শেষ হবে?
{নতুন ব্লগার হিসেবে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন}
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ রাত ১:৫২