ড. ফিলিপসের জীবনকে বর্ণাঢ্য বললে কম বলা হবে। কানাডায় অভিবাসিত একজন কৃষ্ণাঙ্গ হওয়ার সুবাদে পশ্চিমা সভ্যতাকে তিনি দেখেছেন একান্ত কাছে থেকেই।
তিনি কানাডাতে সিমন ফ্রেজার ইউনিভার্সিটিতে প্রাণরসায়নে লেখাপড়ার সময় সমাজতন্ত্রের ডাকে বইখাতা ফেলে রেখে রাস্তায় নামেন। কৃষ্ণাঙ্গ ও সমাজতন্ত্রীদের নানা আন্দোলনে জড়িয়ে পড়েন। এমনকি এক পর্যায়ে সমমনা কম্যুনিস্টদের সাথে কম্যুনাল লিভিংয়ে অবধি কিছুদিন বাস করেন।
পুঁজিবাদের পরে সমাজতন্ত্রের কুৎসিত রূপটি তাঁর সামনে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যায়; কেবল কারও বক্তব্য শুনে নয়।
এভাবে সত্যের সন্ধান খুঁজে ফেরা মানুষটি দিশা পান ইসলামের। তিনি আবিষ্কার করেন, সভ্যতা হোক আর সংস্কৃতি, ইসলামী সমাজের বুনিয়াদ কোনো স্বার্থান্বেষী শ্রেণির রচনা নয়; বরং তা এ বিশ্বচরাচরের স্রষ্টার বেঁধে দেওয়া বিধি-বিধান। কারচুপি কিংবা কারসাজির সেখানে কোনো স্থান নেই।
বিলাল ফিলিপসের বই "সভ্যতার সংকট" আগামীকাল থেকেই পাবেন একুশে বইমেলায় ইনশা আল্লাহ।
আলীগড় লাইব্রেরী দোকান নং ৪৭
দেশের যেখানেই থাকুন হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন 01781183501
সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩২