প্রথম ডেটে গেলে আপনি কি করবেন?
বিনা দাওয়াতে বিয়ে খেতে চান? আছে সহজ টিপস!
বিশেষ দিবসের রাতে গভীর মেলামেশা করতে চান? হ্যাঁ, নিরাপদ মেলামেশার জন্য কি করতে হবে তারও ব্যবস্থা আছে। বিশেষ নোংরা দিবসের (থার্টি ফাস্ট নাইট, পহলো বৈশাখ, ভ্যালেন্টাইন ডে) আগের দিন বিভিন্ন পত্রিকার প্রথম পাতা জুড়ে বিভিন্ন ফ্লেভারের কনডমের বিজ্ঞাপন।
দেশের প্রথম সারির পত্রিকা গুলোর কাছে আমাদের কী এটাই প্রত্যাশা? ডেটে গেলে কে কি করবে, প্রথমে ফুল দেবে না হাত চেপে ধরবে। কপালে না উরুতে চুমু খাবে সেটা কি পত্রিকাকেই শেখাতে হবে?
আর বেদাওয়াতি হয়েও বিয়ে খাওয়ার যোচ্চুরি টাইপের টিপস দিচ্ছে প্রথম আলোর মতো প্রথম শ্রেণীর পত্রিকা। আজব! মিথ্যের ফুলঝুড়ি মাখা টিপস গুলোয় কি শেখাচ্ছে আমাদের। তার দুই একটি না বললেই নয়।
(১) বেদাওয়াতিদের নাকি ভালো কাপড় পরে যেতে হবে। তা না হলে ধরা খাওয়ার সম্ভবনা রয়েছে।
(২) ভাইয়ার জন্য পারফেক্ট বউ’, ‘ভাইয়ার সঙ্গে মানাবে’। পাশাপাশি ‘আপুর জন্য এ রকম বরই দরকার’, ‘আমার আপুর জন্য পারফেক্ট বর’, ‘হ্যান্ডসাম দুলাভাই’ ইত্যাদি কিছু কথা দুই পক্ষকেই শুনাতে হবে।
(৩) আজগুবি গল্প ছাড়েন, খেতে বসলে বানিয়ে কিছু মিথ্যে বলেন।
এই না গেল বিয়ে আর ডেট। এবার আসি কনডমের বিজ্ঞাপন প্রসঙ্গে। তাও আবার বিশেষ দিনে বিভিন্ন ফ্লেভারের বিজ্ঞাপন। বাহ! কি আনন্দ আকাশে বাতাসে। পত্রিকা গুলো পাখায় বর করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তরুণ সমাজে মেন্টালিটি।
তবে প্রশ্ন রেখে যাই; পত্রিকা গুলো থেকে কি শিখছি, কি শেখাচ্ছে, কি জানছে,আর এসব দেখে কি ভাবছে আমাদের তরুণ সমাজ?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬