ভাই, শুনছেন? আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে তো গ্রেফতার করা হলো।
কথিত ভাইঃ তো আমার কি!
কিছুদিন পর
ভাই, শুনছেন? সাংবাদিক নেতা শওকত মাহমুদকে তো গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে নিল।
কথিত ভাইঃ তো তোমার কি? সাংবাদিকতা করতে আসছো, সাংবাদিকতা কর। বেশী বাড়াবাড়ির দরকার নাই।
এর কিছুদিন পর
ভাই, খবর তো খারাপ। দৈনিক যায়যায় দিনের সম্পাদক শফিক রেহমান গ্রেফতার। শুনেছি সাংবাদিক পরিচয় দিয়ে তার বাসায় পুলিশ ঢুকে তাকে হাজতে নিয়ে গেছে।
হ্যাঁ, কি কও?
তার দুই দিন পরই ওই ভাইয়ের ফোন
ভাই আরিফ, সরকারের বিপক্ষে নিউজ করায় আমাদের পত্রিকার সম্পাদক তো গ্রেফতার। মালিক পক্ষকে বিশেষ তলব করা হয়েছে। মনে হচ্ছে আমাদের চাকরি শেষ। এখন আমার সন্তানের কি হবে? আমার বৃদ্ধ মায়ের তো ওষুধ না হলে চলেই না।
আর আমার তখনই মনে পড়ে গেলো মার্টিন নিমোলোর সেই কথা গুলো।
....
প্রথমে তারা সমাজতন্ত্রীদের ধরতে আসলো , আমি তখন কিছু বলি নাই, কারন আমি
সমাজতন্ত্রী না।
তারপর তারা ট্রেড ইউনিয়নকারীদের ধরতে আসলো, আমি তখন স্পিকটি নট ছিলাম, কারন আমি তো ট্রেড ইউনিয়ন করি না।
তারপর তারা ইহুদিদের ধরা শুরু করল। আমি তখন মুখে কুলুপ। কারন আমি তো ইহুদি
না।তারপর তারা আমারেই ধরতে আসলো। এখন আমার পক্ষে বলার কেউ অবশিষ্ট নাই।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯