মামা, বাংলাদেশি মেয়েদের ‘রেট’ কত ?
২০ হাজার টাকা, নাকি এক খন্ড জমি?
প্লিজ ভুল বুঝবেন না। আমি একটি মেয়ের জীবনের মূল্যের কথা বলছি। বলছি, কুমিল্লা সেনানিবাসে ধর্ষণের পর খুন হওয়া আমার বোন (তনুর) কথা।
ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও আমার বোনের অপরাধীদের হদিস খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে হ্যাঁ, প্রশাসন কথা দিয়েছেন অতিঃসত্ত্বর ধর্ষণকারীদের খুঁজে বের করা হবে। হ্যাঁ, ৪৮ ঘন্টা আলটিমেটামের কথা কিন্তু আমরা ভুলিনি।
তনু হত্যার বিষয়টি নিয়ে সরকার দল, বিরোধী দল সবাই অনুশোচনা প্রকাশ করছেন। ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে বিচার দাবি করছেন তনুর শত শত ভাই।
কিন্তু মনে বারবারই প্রশ্ন জাগে আদৌ কি তনুর প্রকৃত ধর্ষণকারীরা ধরা পড়বে। নাকি আরেকবার ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয়া হবে?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১১