ব্লগে, ফেসবুকে, টিভিতে - সব জায়গায় আজ অনেকদিন ধরেই এই ইস্যু নিয়ে তর্ক-বিতর্কের ঝড় দেখতে পাচ্ছি । কে দায়ী, কেন দায়ী, এ নিয়েই বেশিরভাগ তর্কাতর্কি চলছে । কিন্তু আমি সেদিকে না যেয়ে এই ইস্যু-তে আমরা, মানে সাধারণ জনতা কি করতে পারি তা নিয়েই আজকের পোস্ট ।
প্রথমেই আমাদের কর্তব্য হল রোহিঙ্গা-দের পাশে দাঁড়ানো । রোহিঙ্গা-রাও আমাদের মতোই রক্ত-মাংস-মাটির মানুষ । বরঞ্চ তারা আমাদের তুলনায় আরো সহজ সরল । তাই মানুষ হিসেবেই তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য । হ্যাঁ, অনেক সংগঠন-প্রতিষ্ঠান তাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল । তাই শুধু ব্লগে বা ফেসবুকে এ নিয়ে কথার ঝড় না তুলে আমাদের সবাইকে সত্যিকারভাবে এগিয়ে আসতে হবে ।
কিন্তু যত যাই বলি না কেন, তাঁদেরকে আলাদা পরিচয়পত্র প্রদানের মাধ্যমে আমাদের মুল সমাজ থেকে আলাদা রাখা প্রয়োজন । এছাড়া এরা যেন টাকার জন্য কোনো অসৎ-অনৈতিক কাজের সাথে যেন যুক্ত হয়ে না পড়ে সেদিকে শকুনদৃষ্টি দেয়া খুবই জরুরী ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫