জাতির বিবেকের কাছে প্রশ্ন। যারা এখন ঘুষ খায়, দুর্নীতি করে এদের অনেকেই তো মেধা কোটায় সরকারি চাকরিতে এসেছে। বেতন বাড়ানোর পরেও দুর্নীতি বন্ধ হয় নি। ডেসা, ওয়াসা, পিডিবি এসব অফিসে গেলে মনে হয় এরা যেন সেবা নয় শুয়রিপনা করার জন্য চাকরিতে ঢুকেছে। পুলিশের কথা নাইবা বললাম। যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন উনারা সরকারি চাকরি পেলে সৎভাবে চাকরি করবেন তার গ্যরান্টি কে দেবে? তাহলে শুধু শুধু আন্দোলনের নামে রাস্তা অবরোধ আর শাহবাগী স্টাইলে হলের মেয়েদেরকে গভীর রাতে রাজপথে আনার মানে কি? কোন মেয়ের যদি কিছু হয় তখন তো আবার ঘটনা অন্যদিকে মোড় নিবে। কোটা সংস্কার অবশ্যই কাম্য তবে আমরা আম পাবলিক ঘর পোড়া গরু তো তাই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। গত ৪/৫ বছরে কোন আন্দোলনই সত্যিকার অর্থে সফল হয়নি। সাধারণ পাবলিক পুলিশের লাঠি পেটা খেয়েছে আর আন্দোলনের সুফল ভোগ করেছে মুষ্টিমেয় কিছু ইতর। দেশে চাকরির খুব অভাব এটা সত্য তবে তার মানে এই নয় যে অবস্থা সিরিয়া, সোমালিয়ার মত। প্রাইভেট সেক্টরে চাকরি করেও অনেকে ভালো পজিশনে আছে। পরিচিত অনেকেই দেখেছি বিসিএস শিক্ষা ক্যাডার পেয়েও যায়নি বরং ঢাকার নামী কলেজে(নটরডেম, রাজউক, মাইলস্টন) ক্লাস নিচ্ছেন। যিনি প্রকৃত মেধাবী তিনি কখনই কোথাও আটকে থাকবেন না। দেশে না হলেও দেশের বাইরে ঠিকই উনার মেধার মূল্যায়ন হবে। বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি নিয়ে সরকারের সিদ্ধান্তের বিপক্ষে আন্দোলন নিজেদেরকে অন্যের কাছে হাসির খোরাক বানাবে শুধু।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৬