এইতো আমি এখানে, একটু হাত বাড়াও মেঘ কন্যারা
আমাকে আদর করছে, তাদের সফেদ বিছানায়
আমার স্পর্শ অনুভব করবে হাত বাড়ালেই।
জীবনের সীমানা পেরিয়ে অবেলায়
মেঘের ভেলায় ভেসে ভেসে আমাকে দেখছো।
যতটা পথ অতিক্রম করলে আমাকে ছুঁতে পাবে;
ততটা পথ তুমি পাড়ি দিতে পারোনি।
অসীম সীমার মাঝে মেঘের লুকোচুরি।
মেঘে মেঘে ঘর্ষণ হঠাৎ বিজলী হয়ে জ্বলে ওঠা।
আষাঢ়ে বাদল দিনে বিমর্ষ সকাল;
কাক ভিজা জবুথবু বেসামাল ওড়না।
নগ্ন হাওয়া এলোকেশে চুম্বন একে দেয় খেয়ালী দুপুর।
কৈ, টেংরা হেঁটে বেড়ায় আগাছায় ভরা উঠোনে।
ঝরণার অব্যক্ত কান্নায় ইলিশ নেমে আসে প্রবল বর্ষণে।
নিড়ানো হয়নি আজো বিস্তৃত উদোম জমিন
তোমার ক্লান্ত দেহ ন্যুয়ে পড়ে ঘুমহীন বৃষ্টিস্নাত রাতে
মেঘেরা ডুবসাঁতার কাটে জ্যোৎস্নাময় অমাবস্যা পূর্ণিমায় ।