যে যুবক একাত্তর দেখেনি
কারা যেন গতরাতে আমার কানের কাছে
চুপিসারে বলে গেল—
বিজয়ের মাসে একবার—
শুধু আর একবার জ্বলে ওঠো—
বিজয় নিশান তুলে ধরো।
বুকের ভেতর যে তাজা গ্রেনেড উসখুস করছে
তাকে সঠিক নিশানায় ছুড়ে দাও।
যে যুবক একাত্তর দেখেনি—
তাকে সঠিক পথের দিশা বলে দাও
তার এখন সামনে বাড়ার সময়
তার হাত তুলে দাও লাল-সবুজের পতাকা। বাকিটুকু পড়ুন