এই সেদিন তোমায় ছুয়ে এলাম তবু মনে হয়
যেন জনম জনম ধরে তোমায় দেখিনা
তোমার আঁচল আমার মুখের মলিনতা মুছে দেয়
তোমার মুখের হাসি আমার সব বেদনা শ্রাবণের
বর্ষণের জলের ধারার মত ধুয়ে নিয়ে যায়।
এই সেদিন হঠাৎ করে তোমায় ফেলে এসে
পেটের দায়ে ইট পাথরের এই নগরে ঠাঁই নিলাম
সেদিন চলে আমার সময় তোমার মুখের দিকে
আমি তাকাতে পারিনি, চোখে চোখ রাখতে পারিনি।
সেদিন সারা পথ আমি পেছন ফিরে তাকিয়ে শুধু
তোমারই মুখচ্ছবি দেখেছি আর চোখের পাতা ভিজে
নরম হয়েছে কেবলই।
আমার প্রতিটি মূহুর্ত কাটে তোমার স্নেহের মমতায়
প্রতিটি সময় আমি জ্বলে উঠি তোমার শুভকামনায়।