তোমাকে ছেড়ে যাবো না কোনোদিন।
সব খেলা চুকে গেলে- তারপরও
বাতাস হয়ে শনশন বয়ে যাবো গা ছুঁয়ে
কিছুতেই হারিয়ে যাবো না।
চিনে নিও সেদিন, বুঝে নিও ঠিকঠাক,
পাক ধরা চুলে, জ্বলজ্বলে দৃষ্টির
বিচক্ষণ ষাটোর্ধ বৃদ্ধ তুমি যদি
তখনও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়াও
চা’র কাপ হাতে, চিনে নিও ঠিকঠাক-
গা ছুঁয়ে বয়ে যাওয়া শনশন হাওয়া।