কর্পূর-সন্ধ্যার বয়ান
অদ্ভুত রাজহাঁস হাটে সমাহিত পুকুরের ঢালে
মনোবেদনা লুকিয়ে তার সাথে খানিক সংশ্লেষ হতে পারে।
বিমোহিত পতনসমগ্র ঝরে পড়ে তার গ্রীবার অহং থেকে
প্রস্থানপ্রবনতার বহু পাঠ নিয়ে ধী....রে, অতি ধীরে
নির্ণিত হতে থাকে বিপন্ন ঘাটের বাকল।
সেইখানে জেগে ওঠা বাদামী নখের কিনার
ঘষে ঘষে স্নানরতা কোন কারো
ব্রীড়া থেকে গড়ে ওঠে একেকটা মৌলিক ঢেউয়ের নির্মিতি
সে কি লেখে; সে কি লিখে রাখে এইসব
প্রাঞ্জল জলস্রোতের তড়িৎ?
স্খলনের নীল আমি তুলে দেবো কার ঠোটে ?
নির্মোহ দুপুরের ঘ্রানে ভেসে যেতে যেতে
এইসব রাজহাঁস ক্রমেই বিনয়ী হয়ে ওঠে
নিস্তরঙ্গ জলের কিনারে,
উদ্বায়ী সন্ধ্যার কিছু আগে।
--------------------------
আন্দালীব, ২০০৮ মধ্য
লেখাটি অল্পবিস্তর এডিট করে পোস্ট করা হলো।