ভাবলাম শুয়ে বসে দাঁড়িয়ে
ইট কাঠ কংক্রিট ঘেরা এই শহরেতে
প্রজাপতি গেছে বুঝি হারিয়ে।
শাপলা শালুকে ভরা দেশটায়
পুকুর নদী ও বিল ভরে গেল মরে গেল
আধুনিক হয়ে ওঠা চেষ্টায়।
ভাবি আর হারাবার কী বাকী
ফ্ল্যাট কালচারে যেই শিশুটি উঠেছে বেড়ে
সে কি চেনে আলো দেয়া জোনাকি?
পালটানো স্রোতে দেশ,বিশ্ব
বাবুই পাখিরা বোনে কী ক’রে আপন বাসা
মুছে যাবে প্রিয় সেই দৃশ্য।
মনটা খারাপ হল এ ভেবে
চোখের সামনে সব প্রকৃতি বিরান হল
সে সব ফিরিয়ে আর কে দেবে?
মনটা খারাপ হল এ ভেবে!